আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার
দেশের অন্যতম বৃহৎ শিল্প খাত আবাসন শিল্পকে গতানুগতিক ধারা থেকে বের করে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতেই কাজ করে যাচ্ছি আমরা। আমাদের জনসংখ্যা যে হারে বেড়ে চলছে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভৌগলিক অবস্থান ও ভূখন্ড অনেক কম, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাসস্থান। তাই গ্রামের বিপরীতে শহরকেন্দ্রিক নগরায়নের যে পরিকল্পনা, মানুষের বাসস্থানের জন্য আমরা আবাসন প্রতিষ্ঠানগুলো সেই চাহিদা মিটানোর জন্য কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। পোশাক শিল্পের পরে এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক বাজার আবাসন শিল্প। তাই এই শিল্পের মানুষের চাহিদা মিটাতে হোমলিংক ল্যান্ড শেয়ার এন্ড কনসালট্যান্ট কাজ করে যাচ্ছে নিরলস। মানুষের চাহিদা অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত ব্যবস্থা না হওয়ায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো বসবাস ও তাদের আবাসন চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। এ যাবত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে যে আবাসিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছাড়া অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যেমন সঠিক সময়ে ফ্ল্যাট কিংবা প্লট বুঝিয়ে না দেয়া। বছরের পর বছর কিস্তি দেওয়া শেষ হলেও গ্রাহক পাচ্ছেনা তার কাঙ্খিত প্লট কিংবা ফ্ল্যাট। গ্রাহকদের এমন অনাস্থা ও অভিযোগের জায়গাটা নিয়েই মূলত: কাজ করে যাচ্ছি আমরা। গতানুগতিক নিয়মের বাহিরে ভোক্তাদের আমানত ১০০% নিশ্চিত ও নিরাপদ রেখে ক্রেতাগণের কষ্টার্জিত অর্থের বিনিয়োগকে সঠিক এবং দ্রুত সময়ই কার্যকর করাই আমাদের একমাত্র লক্ষ্য। এক্ষেত্রে আমরা গ্রাহকদেরকে প্রথমে তাঁদের ফ্ল্যাটের অংশের জমির সাফকবলা রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা করি। এতে করে গ্রাহক তাঁর ফ্ল্যাট রেজিস্ট্রেশন-এর খরচ থেকে বেঁচে যান এবং নিজের জমিতে নিজের মনের মত ফ্ল্যাটি বানানোর সুযোগ পেয়ে থাকেন। একটি ফ্ল্যাট একাধিক বিক্রয় বা কাজের কোয়ালিটি কোনটাতেই আর আমানত বিনষ্টের সুযোগ থাকেনা। গ্রাহকদের নেতৃত্ব এবং প্রকল্প উন্নয়ন ও পরিকল্পনার সমন্বয়ক হিসেবে আমরা উভয়ে কমিটি গঠনের মাধ্যমে শক্তিশালী মনিটরিং টিম ও তদারকির মাধ্যমে কাজের গতিশীলতা বাড়িয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে থাকি। এতে গ্রাহক তার নিজের ফ্ল্যাটটির গুণগতমানের দিক যাচাই করার সুযোগ থাকছে ও তাড়াতাড়ি ফ্ল্যাট বুঝে পাচ্ছে। বছরের পর বছর হয়রানি ও বিড়ম্বনা থেকে মুক্তি পাচ্ছে। এসব কারণে আমাদের এ ভিন্নধারার আবাসিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ফিরেছে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা আধুনিক ও উন্নয়নশীল, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বন্ধপরিকর।