About Us

Our Thinking

আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার

দেশের অন্যতম বৃহৎ শিল্প খাত আবাসন শিল্পকে গতানুগতিক ধারা থেকে বের করে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতেই কাজ করে যাচ্ছি আমরা। আমাদের জনসংখ্যা যে হারে বেড়ে চলছে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভৌগলিক অবস্থান ও ভূখন্ড অনেক কম, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাসস্থান। তাই গ্রামের বিপরীতে শহরকেন্দ্রিক নগরায়নের যে পরিকল্পনা, মানুষের বাসস্থানের জন্য আমরা আবাসন প্রতিষ্ঠানগুলো সেই চাহিদা মিটানোর জন্য কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। পোশাক শিল্পের পরে এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক বাজার আবাসন শিল্প। তাই এই শিল্পের মানুষের চাহিদা মিটাতে হোমলিংক ল্যান্ড শেয়ার এন্ড কনসালট্যান্ট কাজ করে যাচ্ছে নিরলস। মানুষের চাহিদা অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত ব্যবস্থা না হওয়ায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো বসবাস ও তাদের আবাসন চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। এ যাবত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে যে আবাসিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছাড়া অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যেমন সঠিক সময়ে ফ্ল্যাট কিংবা প্লট বুঝিয়ে না দেয়া। বছরের পর বছর কিস্তি দেওয়া শেষ হলেও গ্রাহক পাচ্ছেনা তার কাঙ্খিত প্লট কিংবা ফ্ল্যাট। গ্রাহকদের এমন অনাস্থা ও অভিযোগের জায়গাটা নিয়েই মূলত: কাজ করে যাচ্ছি আমরা। গতানুগতিক নিয়মের বাহিরে ভোক্তাদের আমানত ১০০% নিশ্চিত ও নিরাপদ রেখে ক্রেতাগণের কষ্টার্জিত অর্থের বিনিয়োগকে সঠিক এবং দ্রুত সময়ই কার্যকর করাই আমাদের একমাত্র লক্ষ্য। এক্ষেত্রে আমরা গ্রাহকদেরকে প্রথমে তাঁদের ফ্ল্যাটের অংশের জমির সাফকবলা রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা করি। এতে করে গ্রাহক তাঁর ফ্ল্যাট রেজিস্ট্রেশন-এর খরচ থেকে বেঁচে যান এবং নিজের জমিতে নিজের মনের মত ফ্ল্যাটি বানানোর সুযোগ পেয়ে থাকেন। একটি ফ্ল্যাট একাধিক বিক্রয় বা কাজের কোয়ালিটি কোনটাতেই আর আমানত বিনষ্টের সুযোগ থাকেনা। গ্রাহকদের নেতৃত্ব এবং প্রকল্প উন্নয়ন ও পরিকল্পনার সমন্বয়ক হিসেবে আমরা উভয়ে কমিটি গঠনের মাধ্যমে শক্তিশালী মনিটরিং টিম ও তদারকির মাধ্যমে কাজের গতিশীলতা বাড়িয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে থাকি। এতে গ্রাহক তার নিজের ফ্ল্যাটটির গুণগতমানের দিক যাচাই করার সুযোগ থাকছে ও তাড়াতাড়ি ফ্ল্যাট বুঝে পাচ্ছে। বছরের পর বছর হয়রানি ও বিড়ম্বনা থেকে মুক্তি পাচ্ছে। এসব কারণে আমাদের এ ভিন্নধারার আবাসিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা ফিরেছে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা আধুনিক ও উন্নয়নশীল, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বন্ধপরিকর।

About Us Image
About Us Image

আমাদের লক্ষ্য ছিল মানসম্মত প্রকল্প প্রদান, এখনও সেই লক্ষ্যেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ

একটি প্রক্রিয়া রূপান্তরকারী সংস্থা হিসেবে আমরা প্রচলিত প্রক্রিয়াগুলোকে নতুনভাবে ভাবি, বিশ্লেষণ করি এবং ডিজিটাল যুগের উপযোগে পুনর্গঠন করি। আমাদের কাজের কেন্দ্রে রয়েছে ডিজাইন থিঙ্কিং, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে সমাধান তৈরি করে। আমরা দ্রুততা, ডেটা-ভিত্তিক অন্তর্দৃষ্টি, এবং উন্নত বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করে প্রক্রিয়াকে আরও কার্যকর, স্কেলযোগ্য ও নির্ভুল করি। এর মাধ্যমে আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, প্রতিযোগিতামূলক এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়তা করি।

কৌশল

আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ সম্পদ ব্যবহারের মাধ্যমে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করি। সময়মতো এবং গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করাই আমাদের মূল কৌশল।

ধারণা

আমাদের উদ্ভাবনী ধারণা প্রতিটি প্রকল্পে আধুনিকতা, টেকসই নির্মাণ ও গ্রাহকের চাহিদার নিখুঁত সমন্বয় ঘটায়। আমরা প্রতিটি কাজেই নিয়ে আসি ভিন্নমাত্রার সৃজনশীলতা ও নতুনত্ব।

দক্ষতা

অভিজ্ঞ দল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতার মাধ্যমে আমরা প্রতিটি প্রকল্পকে করি নির্ভুল, মানসম্পন্ন ও কার্যকর। স্থাপত্য, প্রকৌশল ও ব্যবস্থাপনায় আমাদের রয়েছে পূর্ণ দক্ষতা ও পেশাদারিত্ব।

দ্রুত সাপোর্ট

আমরা গ্রাহকের প্রয়োজনকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদান করি। যেকোনো প্রশ্ন বা সমস্যার তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।

Our Mission

জাতীয়ভাবে রিয়েল এস্টেটে সবচেয়ে বিশ্বস্ত নাম

দেশের অন্যতম বৃহৎ শিল্প খাত আবাসন শিল্পকে গতানুগতিক ধারা থেকে বের করে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতেই কাজ করে যাচ্ছি আমরা। আমাদের জনসংখ্যা যে হারে বেড়ে চলছে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভৌগলিক অবস্থান ও ভূখন্ড অনেক কম, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাসস্থান। তাই গ্রামের বিপরীতে শহরকেন্দ্রিক নগরায়নের যে পরিকল্পনা, মানুষের বাসস্থানের জন্য আমরা আবাসন প্রতিষ্ঠানগুলো সেই চাহিদা মিটানোর জন্য কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত।

About Us Image
১৩ বছরের বেশি অভিজ্ঞতা

হোমলিংক রিয়েল এস্টেট লিমিটেড দীর্ঘ যাত্রাপথে আমরা প্রতি বছর নতুন নতুন অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছি।
2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমাদের উল্লেখযোগ্য ইতিহাস তুলে ধরা হলো

image

2012

প্রকল্পের সূচনা, গবেষণা ও পরিকল্পনা কাজ শুরু।

image

2013

প্রথম প্রকল্পের নির্মাণ কাজ শুরু, গ্রাহক অনুপ্রাণিত করতে প্রচারণা শুরু।

image

2014

প্রথম আবাসিক প্রকল্পের সফল সমাপ্তি, সেবা উন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি অর্জন।

image

2019

নতুন বাণিজ্যিক প্রকল্পের উদ্বোধন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা সম্প্রসারণ।

image

2024

শহরকেন্দ্রিক আরও নতুন আবাসন প্রকল্পের বাস্তবায়ন, গ্রাহকের চাহিদা অনুযায়ী উন্নয়ন।

premium brands

Exciting and captivating trade-show exhibits, putting our clients in the spotlight.

Digital design Awards

GPS receivers and laser range who finders, unmanned aerial vehicles, inertial systems.

creative conferences

Trimble’s branding and images. IGE also created a low-energy lighting solution.

active clients

It was a game changer; it simplified the often complicated process of converting.

Clients Say about us

Very important to us