ঢাকায় ফ্ল্যাট বিনিয়োগ এখনো লাভজনক কেন

Blog Detail

ঢাকায় ফ্ল্যাট বিনিয়োগ এখনো লাভজনক কেন

অনেকে ভাবে, ঢাকায় ফ্ল্যাট কেনার সময় শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে এখনো ফ্ল্যাট বিনিয়োগ লাভজনক।

প্রথম কারণ, চাহিদা সবসময় বেশি। রাজধানীতে প্রতিদিন মানুষ বাড়ছে, চাকরি ও শিক্ষার সুযোগ বাড়ছে, তাই আবাসনের প্রয়োজনও স্থায়ী।

দ্বিতীয়ত, রেন্ট ইনকাম। একবার ফ্ল্যাট কিনলে মাসে ভালো ভাড়া পাওয়া যায়। বিশেষ করে মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর বা বসুন্ধরা এলাকায় ভাড়ার হার স্থিতিশীল।

তৃতীয়ত, মূল্য বৃদ্ধি। জমির দাম ও নির্মাণ ব্যয় প্রতিনিয়ত বাড়ছে, ফলে আপনার সম্পদের মূল্যও বাড়ে।

চতুর্থত, নিরাপদ সম্পদ। ব্যাংকে টাকা রেখে মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকে, কিন্তু ফ্ল্যাটে বিনিয়োগ দীর্ঘমেয়াদে নিরাপদ।

শেষত, এখন অনেক রিয়েল এস্টেট কোম্পানি সহজ কিস্তি ও ডিসকাউন্ট অফার দিচ্ছে। তাই ফ্ল্যাট কেনা এখনো যুক্তিসঙ্গত ও লাভজনক সিদ্ধান্ত।