অনেকে ভাবে, ভাড়া বাসায় থাকা ভালো, আবার কেউ ভাবে নিজের বাসা ছাড়া শান্তি নেই। আসলে সিদ্ধান্ত নির্ভর করে আপনার পরিস্থিতির ওপর।
যদি আপনি দীর্ঘমেয়াদে একই শহরে থাকেন এবং স্থায়ী আয়ের উৎস থাকে, তাহলে নিজের ফ্ল্যাট কেনাই ভালো। এতে মাসে ভাড়ার চিন্তা থাকবে না, সম্পদও তৈরি হবে।
অন্যদিকে, যারা ঘন ঘন চাকরি বদলান বা স্থায়ীভাবে কোথায় থাকবেন তা নির্দিষ্ট নয়, তাদের জন্য ভাড়া বাসা সুবিধাজনক। এতে কোনো রক্ষণাবেক্ষণ বা ট্যাক্সের ঝামেলা নেই।
তবে ফ্ল্যাট কেনার সবচেয়ে বড় সুবিধা হলো নিরাপত্তা। এটা এক ধরনের মানসিক শান্তি, যেখানে আপনি নিজের মতো করে সাজাতে পারেন ঘরটা।
সঠিক পরিকল্পনা থাকলে ভাড়া নয়, নিজের ফ্ল্যাটই হবে আপনার সবচেয়ে বড় সাফল্যের প্রতীক।